কবিতাঃপরিচয় তাহার সৃষ্টি
শ্রষ্টা যিনি আল্লাহ্ তিনি
পরিচয় তাঁহার সৃষ্টি
এই যে পাহাড়, সাগর, নদী,
ওই যে আকাশ নেই তার খুটি।
চক্ষু বুজে দেখ তুমি
তোমার দেহ শুধু মাটি।
কত সুন্দর করিয়া এই ধরনী
করিয়াছেন সৃষ্টি যগৎ তাহারি।
পাঠিয়েছেন মানব এই যগতে
তাদের ক্ল্লাণে আরো দিয়েছে
কত শত প্রাণি
শীতল করিতে দিয়েছে বাতাস
পেট ভরিতে খাদ্য আহার
সুস্বাদু খাবারের কতনা বাহার।
আবার এই মানুষের মুক্তির জন্য
রহমত সরুপ আহাম্মেদ মোস্তফা নবী (সাঃআঃ)
তাহার উপর মোজেজা কেরাতুলকোরআন।
কোরাআন পড় আমল কর
নবীর তরিকা মেনে চলো।
ধারণ কর নবীর (সাঃআঃ)সুন্নত
দুরুদ পড় তাহার উপর।
ফেরেস্তা তোমায় করবে সন্মান
কবর হবে বেহেস্তের বাগান।কবি রফিকুল ইসলাম (খোকন)