কবিতা-জীবন প্রদীপ চলে গেলে আরতো ফিরে পাবিনা, সময় থাকতে করো বান্দা পরকালের সাধনা। বাপ গেলো দাদা গেলো কেউতো ফিরে এলোনা নিয়তির খেলা খেলেন ভবে মোদের স্রষ্টা নিরঞ্জনা। দুনিয়াতে আসার আগে শর্ত দিলো স্রষ্টা, ধর্মকর্ম সঠিক রেখে গড়ো তোমরা দুনিয়া। শিক্ষা দিতে পাঠালো যে অনেক নবী অবতার, সেই শিক্ষা ভুলে আমরা জীবনটা করছি হাহাকার। ডাক দিবে যখন স্রষ্টা যেতে হবে সব ছাড়ি, তাই, সাময়িকের এ ধরায় এসো,লোভ, হিংসা,ত্যাগ করি। সৃষ্টির মনে কষ্ট দিলে মোদের স্রষ্টা কষ্ট পায়, এসো, দুদিনের এ ধরায় মানবতার গান গাই। ক্ষমা করো আমায় সবে ভাই বন্ধু স্বজন, ক্ষমা তোমরা না করিলে করবেনা ক্ষমা নিরঞ্জন। সবার দোয়া আশির্বাদে আমি বেঁচে থাকতে চাই, স্রষ্টার তরে বিলিন হতে তার কোন বিকল্প নাই।কবিতা-মোঃ কামাল হোসেন