প্রবন্ধের নাম:নিষ্ঠুর মানবতা লেখক:তরুণ কবি ও প্রাবন্ধিক তানভীর মোর্শেদ তামীম ধরিত্রীর চির প্রবহমান চিত্তে গর্জে উঠা সম্রাজ্য আজ বড়ই বেমানান।দেশপ্রেম ! তা ও আবার আজ মরুভূমির অকাট্য দলিল রুপে ভেসে উঠেছে কৃত্রিমতার প্রতিটি ছন্দে।প্রেক্ষাপট বলে দিচ্ছে আজ মানব মননে মানবিকতা,ভালবাসা আর স্বদেশপ্রেমের বিন্দুমাত্র রেশ নেই যদিও বিদেশি আলপণা নিয়ে তারা প্রতিটা মুহুর্তে ব্যস্ত আর এই দিকটার প্রতি আমার গভীর সমবেদনা।অতঃপর চোখের সামনে ক্ষুদার যন্ত্রণায় কাতর হয়ে পড়ে থাকা পথ শিশুর হাহাকার চিৎকার আজ আমাদের শ্রবণযোগে আড়ষ্ট হয় না।তবে ভিনদেশী পতাকা উড়াবার জন্য আমরা অতিশয় সোচ্চার।শুধু তাই নয়!আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষ বাষ্পের মত এভাবে ই রক্তাক্ত মানবতা। হায় রে অবাক পৃথিবী।পৃথিবীরে তোমাতেই ভর করা মানুষগুলো কতটা নিষ্ঠুর তা যদি তুমি স্বচক্ষু দিয়ে একটু দৃষ্টি গোছর করার সামর্থ্য রাখতে তাহলে হয়ত তুমি ই সবচেয়ে বেশী কষ্ট পেতে।কারণ তোমার বুকের উপর ভর করে তাদের পদচারণা।সমাপ্তির লগ্নে অন্তর জগৎ এ পাহাড়সম আকাঙ্খার নিমিত্তে বলব,আসুন অনাবৃত অংশে মানবতার অগ্নিমশাল জ্বালিয়ে দিই আর আকাশসম দেশপ্রেম নিজের মধ্যে জাগিয়ে তুলি অতঃপর একজন আলোকিত মানুষ হই। ছবিটি লেখক- তানভীর মোর্শেদ তামীম এর ।
Discussion about this post