র্যাব-৭ এর অভিযানে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি এলাকা থেকে আনুমানিক ০৪ কোটি ৩০ লক্ষ (চার কোটি ত্রিশ লক্ষ) টাকা মূল্যের ৪ কেজি ৩০০ গ্রাম আফিম উদ্ধারসহ এক জন মাদক ব্যবসায়ী আটক।
কতিপয় মাদক ব্যবসায়ী বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি থানাধীন কচ্ছপতলী এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এরূপ গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২২ আগস্ট) ভোরবেলা আনুমানিক ৪ টার দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে বান্দরবান জেলার রোয়াংছড়ি থানাধীন ৩ নং আলেক্ষ্যং ইউপি’র ৫ নং ওয়ার্ডস্থ কচ্ছপতলী পাড়ার কারবারি বাড়ীর মৃত পাই চুই মার্মার পুত্র থোয়াই মার্মা (৭০) কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্ত মতে আসামীর দোতলা মাচাং ঘর এর নিচতলার কাঠের লাকড়ির পিছনে বিশেষভাবে রক্ষিত ১ টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৪ কেজি ৩০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত দূর্গম পাহাড়ি অঞ্চলে নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম উৎপাদন সহ প্রক্রিয়াজাত করে পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ কোটি ৩০ লক্ষ (চার কোটি ত্রিশ লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি থানায় হন্তান্তর করা হয়েছে।
Discussion about this post