খাগড়াছড়ির গুইমারাতে আম চাষীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হেকেম বাংলাদেশ লিঃ এর উদ্যােগে এবং মৌসুমি এগ্রো ফার্মের সহযোগীতায় সকালে হাফছড়িতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী। হেকেম বাংলাদেশ লিমিটেড এর জি.এম কৃষিবিদ দেবাশীষ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মুন্সি রাশেদ আহমেদ, কৃষিবিদ কামরুল আলম, কৃষিবিদ মাহবুল হাসান ও আতিউর রহমান সহ ২শাতাধিক আম চাষী এতে উপস্থিত ছিলেন।
কর্মশালায় আম চাষের বিভিন্ন সমস্যা ও প্রতিকারের বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।
Discussion about this post