৭১বাংলাদেশ প্রতিনিধিঃ খাগড়াছড়ির সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে দিপলি কুমার চাকমা (৪২) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজলার হরিণাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিপলি কুমার চাকমা একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির আঙিনায় বসে স্বজনদের সঙ্গে কথা বলছিলেন দিপলি কুমার। এসময় বাড়ির ভেতরে ঢুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই দিলিপের মৃত্যু হয়।
ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা জানান, দিলিপ ইউপিডিএফের সক্রিয় কর্মী। ইউপিডিএফ গণতাত্রিক নতুন দলের সঙ্গে দলীয় কোন্দলে কারণে তাকে হত্যা করা হয়েছে।
সদর থানর ওসি তারেক মো. আবদুল হান্নান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।
Discussion about this post