অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে জনগণ আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়েছেন। নির্বাচনের পূর্বে আওয়ামীলীগ যে সকল ইশতেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করা হবে এমনটি জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হওয়ারপর ক্ষমতায় এসে মনে রাখতে হবে সততার অস্ত্র বড় অস্ত্র। আমাদের মধ্যে থেকে যেন সততার অস্ত্র হারিয়ে না যায়। সততার অস্ত্র থাকলে কখনো পরাজয় আসবে না। আপনারা হয়ত মনে করেছেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রের খাদ্য বিভাগের দায়িত্ব পালন করতে অনেক সময় বেশি সময় দেশের বিভিন্ন জেলায় থাকতে হবে। রাষ্ট্রের দায়িত্ব পালনের পাশাপাশি যেটুকু সময় থাকবে; সে সময় টুকু আমি আপনাদের পাশে থাকব। আপনাদের সাথে নিয়েই নওগাঁর উন্নয়নে এক সাথে কাজ করব। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ শহরের নওযোয়ন মাঠে পৌর আওয়ামীলীগ আয়োজিত গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রদান করায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি ছেকার আহম্মেদ শিষানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ওহিদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ কুমার মজুমদার, জাভেদ জাহাঙ্গীর সোহেল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু নওগাঁ জেলা তাতীঁ লীগের যুগ্ন আহবায়ক রায়হান মন্ডল সহ অন্যান্যরা। গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগের সকল অংগ সংগঠন ও জেলার সরকারী বে-সরকারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করেন।
Discussion about this post