খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী গণঅনশন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে।
তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু, দাঁত ও গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছেন। তার রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে ও হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। সত্যিকার অর্থে তাকে যদি সুস্থ করতে হয়, তাহলে এ দেশে সেই ধরনের কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই।
এজন্য সরকারকে তার পরিবার থেকে আবেদন করা হয়েছে, অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। শাহাদাত বলেন, তার বিদেশে চিকিৎসার অনুমতির প্রশ্নে কৌশল করছে সরকার। অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি সরকারের কাছে। তার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়াকে দীর্ঘ চার বছর কারাগারে বন্দি রাখার কারণে পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসারা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।
বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক ও সাংবাদিক জাহিদুল করিম বিএনপি নেতাদের জুস পান করিয়ে অনশন ভাঙান।