৭১ বাংলাদেশদ ডেস্কঃবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে অনেক দৃঢ় রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শনিবার কারাগারে খালেদা জিয়ার সাথে পাঁচ আইনজীবীর সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের একথা জানান।
এর আগে খালেদা জিয়ার সাক্ষাতে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে যান বিএনপিপন্থী ৫ আইনজীবী। বিকাল ৪টায় পুরান ঢাকায় পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেন তারা।
জানা যায়, রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিকেলের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ভেতরে প্রবেশের অনুমতি পান বিএনপিপন্থী এই ৫ আইনজীবী।
সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীরা হলেন, খন্দকার মাহবুব হোসেন, আব্দুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিএনপির মিড়িয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, তারা ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে আইনি বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে কারাগারে গেছেন।
Discussion about this post