এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃখুলনা – ৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী রবিবার বিকালে রূপসা উপজেলার অাইচগাতি ইউনিয়নের ভ্রাতৃ মঞ্চের উদ্যোগে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সালাম মূর্শেদীর সহধর্মিণী শারমিন সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা পরিষদ সদস্য শেখ আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম,অফিসার ইনচার্জ সরদার ফেরদৌস আহম্মেদ, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন। ।
অপর দিকে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল রবিবার দিনব্যাপী আইচগাতী ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা শাকিল আহমেদ দিলু, রূপসা উপজেলা বিএনপির সভাপতি খান জুলফিকার আলী জুলু, শ্রমিক দল নেতা উজ্জল কুমার সাহা, যুবদল জেলা সাধারণ সম্পাদক রুবায়েত, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল প্রমুখ। এছাড়া সন্ধ্যায় তিনি আইচগাতি নিজ বাসভবনে রূপসা ও তেরখাদা থানা স্বেচ্ছাসেবকদলের পৃথক কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।রূপসায়