টাংগাইল বুরোঃখেলাধুলা শিক্ষার্থীদের মেধা বিকাশে কার্যকর ভূমিকা পালন করে টাঙ্গাইলের নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন টাংগাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।রোববার সকালে উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহবতপুর উচ্চ বিদ্যালয়ের পরিচলনা কমিটির সভাপতি মো.জাকির হোসেন খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, নাগরপুর থানার ওসি(তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মিঞা, প্রধান শিক্ষক বাবু গোপাল চন্দ্র সাহা প্রমুখ। পরে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতড়ন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো শহীদুল ইসলাম। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সহবতপুর ইউনিয়ন পরিষদ ও সহবতপুর ভূমি অফিস পরিদর্শন করেন।
Discussion about this post