নবাগতা নুসরত ফারিয়া। সম্প্রতি বিবাহ অভিযান- ছবির মধ্য দিয়ে তার পরিচিতি ঘটেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এই ছবিতে তার বিপরীতে দেখা গেছে অঙ্কুশ হাজরা কে। অন্যদিকে অঙ্কুশ এবং নুসরতকে নিয়ে একসময় চর্চাও কম হয়নি। শোনা গেছিলো তারা নাকি লুকিয়ে একে অপরের সাথে প্রেম করছেন। যদিও সে সব এখন অতীত। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে ফের নেটিজেনদের তোপের মুখে পড়লেন নুসরত। অনেকে তাকে বাংলাদেশের অভিনেত্রী পরীমনির সঙ্গে তুলনা করেছেন কেউ বা আবার নোংরা ভাষায় গালাগালি দিয়েছে। একজন তো আবার জিজ্ঞাসা করেছে সে আসলে মুসলিম কি না ? নেটিজেনদের এরকম অসভ্যতার শিকার বারবার হয়েছেন স্বস্তিকা থেকে শুরু করে অনেক অভিনেত্রীই। কিছুদিন আগেও স্বস্তিকা কে সাইবার বুলিং এর স্বীকার হতে হয়েছিল। এখন তবে প্রতিবারই তিনি সবটা নিজের মতো করে সামলেছেন। নুসরত ও সেভাবে সামলাতে পারেন কি না সেটাই দেখার বিষয় ।