বিশেষ প্রতিনিধিঃনগরীর পাঁচলাইশ থানাধীন ২নং গেইট শেখ ফরিদ মার্কেট এলাকায় গরুর ট্রাক হতে ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় মোঃ জয় (১৯) নামের ১ জন ভুয়া ট্রাফিক পুলিশকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার ৬ আগস্ট ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন-উর-রশিদ হাযারী এর দিক নির্দেশনায় সার্জেন্ট মেহেদী হাসান লরেন্স সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ২নং গেইট শেখ ফরিদ মার্কেট এলাকায় গরুর ট্রাক হতে ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় মোঃ জয়(১৯) নামের এক ভুয়া ট্রাফিক পুলিশকে আটক করেন। উক্ত অভিযানে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায় পাঁচলাইশ মডেল থানার অফিসারগণ সার্জেন্ট মেহেদী হাসান লরেন্সকে সহযোগিতা করেন। পরস্পর যোগসাজসে তারা চাঁদাবাজী পরিচালনা করে বলে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করে। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে । জানাগেছে অজ্ঞাতনামা চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।