মোঃ হযরত বেল্লালঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলার কাপাসিয়া ইউনিয়নের শিঙ্গীজানি চরে ইউপি সদস্য রফিকুল ইসলামের উঠানে রাজ্যস্ব খাতের অর্থায়নে ২০১৮-২০১৯ অর্থবছরের স্থাপিত ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, উপ-সহকারি কৃষি অফিসার লিটন মিয়া, মাজাদুর রহমান, নুরুল হুদা আকন্দ, মাইদুল ইসলাম, আব্দুর রশিদ সরকার, জিল্লুর রহমান প্রমূখ। মাঠ দিবসে ভুট্টা চাষের বিভিন্ন পরামর্শমূলক আলোচনা করা হয়।
Discussion about this post