জামশেদুল আলম সুজনঃগাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও কালুরঘাট বিসিক শাখা আয়োজিত আকিদা, আমল, মাসায়ালা মাসায়েল বিষয়ক প্রশিক্ষণ দাওয়াতে খায়র মজলিশ ১৯ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় চট্টগ্রাম কাালুরঘাট বিসিক জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে, বয়ান, ওযু, তৈয়াম্মুম, নামায, মইয়্যতের গোসল, দাফন কাপন ইত্যাদি পেক্টিকেল প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় দাওয়াতে খায়র মোয়ালিম মাওলানা ইমরান হাসান আলকাদেরী, মুয়াল্লিম মাওলানা আবুল কাসেম তাহেরী, মাওলানা তসলিম উদ্দিন কাদেরী, ইমাম হুসাইন কাদেরী, মাওলানা ইমরান হোসাইন কাদেরী, মুহাম্মদ সিরাজুল ইসলাম ইদ্রিস। ৫নং মোহরা ওয়ার্ড ও বিসিক গাউসিয়া কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম কোম্পানি, আলহাজ্ব আবদুল মান্নান, ইব্রাহিম খান হিরো, মাজেদুল ইসলাম বেলাল, জামশেদুল আলম সুজন, আবু তাহের, মুহাম্মদ সাহেদ, মুহাম্মাদ আজাদ, মুহাম্মদ মোজাম্মেল প্রমূখ।
বয়ানে অতিথি ও প্রশিক্ষকগণ বলেন, দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ মাসয়ালা সম্পর্কে অধিকাংশ মানুষ এখনো অজ্ঞ। উল্লখিত বিষয়াদি পালনের বেলায় সহী শুদ্ধ না হলে সব এবাদত বরবাদ হয়ে যাবে। এ ফ্যাসাদের যুগে ইমান- আক্বিদা হেফাজতে এ জাতিয় দাওয়াতে খায়র মজলিশ ও প্রশিক্ষণ অতিব জরুরী।