নিজস্ব প্রতিবেদক:১১ ডিসেম্বর আনুমানিক সকাল ৮টার সময় চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত পশ্চিম সারোয়াতলী ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এর বাসিন্দা এডভোকেট আনোয়ারুল আজীম এর ছোট ভাই সেলিম এর পত্নী রুম্পা আক্তার (৩২) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মৃত রুম্পার মৃত্যু কালে ১ ছেলে ১ মেয়ে রেখে যায়। । জানা যায় ১২ ডিসেম্বর রুম্পার বিদেশ গমনের কথাও ছিলো এর প্রেক্ষিতে অভিমানের জের ধরে আত্মহত্যা করে রুম্পা এব্যাপারে বোয়ালখালি থানা পুলিশ সূত্রে জানা যায়, রুম্পার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং এই আত্মহত্যা নিয়ে অপমৃত্যু নামে বোয়ালখালী থানায় মামলা রুজু করা হয়েছে। আরো জানা যায় ময়না তদন্ত করার পর আত্মহত্যা সম্পর্কে তত্ত্ব জানা যাবে বলে আশাবাদী বোয়ালখালী থানা পুলিশ।