৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় বড়ুয়া ভবনে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ১ লাখ টাকা ও প্রত্যেক আহত ব্যক্তির চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহয়তা প্রদান করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার ১৮ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাসিউর রহমান সিকদার অনিক।
উল্লেখ্য, রবিবার ১৭ নভেম্বর পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় এক বাড়িতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়। আহত হয় আরো অনেকে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও তাঁর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন। পরে চমেক হাসপাতালের মর্গে ছুটে যান তারা।
মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাবেন এবং পাথরঘাটা ব্রিকফ্রিল্ড রোডস্থ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।