জনতার কলাম-লালমিয়াঃবাংলাদেশে ৪৬ হাজার গ্রামপুলিশ সদস্য আছে এদের মধ্যে ৫ হাজার গ্রামপুলিশ সদস্যের আর্থিক অবস্থা হয়তো ভালো এর মধ্যে আরো ১ হাজার গ্রামপুলিশ সদস্যের আর্থিক অবস্থা আরো বেশী ভালো, বাকি ৪০ হাজার গ্রামপুলিশ সদস্যদের অবস্থা কুকুর বিড়ালের চেয়েও খারাপ। কুকুর বিড়ালের তো তাও পিতা মাতা বউ বাচ্চার খাওয়াপড়ার চিন্তা নেই, নেই কোন সংসার কিন্তু একজন গ্রামপুলিশ সদস্য তার পিতা মাতা স্ত্রী ও সন্তান নিয়ে ঐ কুকুর বিড়ালের চেয়েও খারাপ হালে দিনপার করতে হচ্ছে। যে ৫ হাজার গ্রামপুলিশ সদস্যের আর্থিক অবস্থা ভালো আর ১ হাজারের আরো ভালো তারা কখনো বুজতে পারবে না বাঁকি ৪০ হাজারের কি কষ্টে দিন কাটাচ্ছে । আর আরো বুজতে পারবে না গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতারা ও ৬৪ জেলার সভাপতি সেক্রেটারী ও থানার সভাপতি সেক্রেটারীরা কারন তারাতো ভালো মজেই আছে তারাতো বেতনের বাহিরেও গ্রামপুলিশ বাহিনীর পোশাক টেন্ডার থেকে আলাদা বেতন পায় তার পর আবার চাঁদাতো আছেই। তাদের বেতনের টাকা না হলেও চলে। তাই তাহারা কি ক রে বুজতে পারবে বাকি ৪০ হাজার গ্রামপুলিশ সদস্যের কষ্ট?