সম্পাদকীয়ঃক্ষুদ্রঋণ কাযক্রম পরিচালনাকারী বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকেও কিস্তি না নিয়ে বরং মানুষকে চাল-ডাল ও প্রয়োজনীয় পণ্য, নগদ অর্থ দিয়ে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি ।
আপনারা জানেন করোনায় বিপর্যস্ত সারা পৃথিবী। বাংলাদেশ ও কিন্তু এর বাইরে নেই। বাংলাদেশ পুরো লকডাউনে। তবে একটি বিষয়ে খারাপ লাগলো। গ্রামীণ ব্যাংক সাধারণ মানুষের কাছে এখনো কিস্তি নিচ্ছে। আমার আশ্চার্য লাগে প্রধামন্ত্রী বলার পরও কীভাবে আপনারা কিস্তি নিচ্ছেন।
ড. মোহাম্মদ ইউনুস সাহেব আপনি নোবেল পুরস্কার পেয়েছেন। হিলারি ক্লিনটনের নির্বাচনীয় ফান্ডে তিনি ২০ লক্ষ ডলার দিয়েছিলেন। টাকা থাকলে দেশের মানুষ কে দিয়েন, আপনি দেশি বিদেশী যাকে ইচ্ছা সাহায্য সহযোগিতা করেন।
যে গ্রামীণ ব্যাংকের কারণে আপনি (ড. ইউনুস সাহেব) নোবেল পুরস্কার পেলেন সেই ব্যাংক আজকে কিস্তি নেয় এটা শুনতেও খারাপ লাগে ।
ছবি-সম্পাদক শেখ সেলিম এর
Discussion about this post