বিশেষ প্রতিনিধিঃরাজশাহীর দূর্গাপুরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ত্রাণ নিয়ে ঘরবন্দী মানুষের বাড়িতে যাচ্ছেন ওসি খুরশিদা বানু।
বৃহস্পতিবার রাতের আঁধারে ওই উপজেলার ২ নম্বর কিশমত গবকৈড় ইউপির বিভিন্ন বাড়িতে নিজ হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।
ওই ইউপির বাসিন্দারা জানান, কাজ বন্ধ থাকায় তাদের বাড়িতে খাবার সংকট দেখা দিয়েছে। এমন সময় গোপনে বাড়িতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন ওসি খুরশিদা বানু।
ওসি খুরশিদা বানু বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সবসময় তৎপর। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে ঘরে রাখতেই গ্রাম পুলিশের মাধ্যমে তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।,