৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার গ্রিনভিউ আবাসিকে একটি নয়তলা ভবনের চতুর্থ তলায় অগ্নকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার(২৯ মার্চ) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিক থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের টেলিফোন অপরাটের মো.শাহিদুর রহমান বলেন, বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে ভবনের চারতলায় আগুন লাগে। বায়েজিদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।