মিজানুর রহমান খুলনাঃখুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হতদরিদ্র বৃদ্ধা মন্দা মন্ডল নামের এক অসহায় পরিবারে করোনা সংকটময় মুহুত্বে জীবন যাপনে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার ( NPS) দাকোপ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আগস্টিন বাছাড় এর দৃষ্টিগোচর হলে ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে সাধ্যনুযায়ী খাদ্য সামগ্রী আজ সকাল ১০ টারদিকে দাকোপ উপজেলা NPS উন্নয়ন সচিব ও সাংবাদিক তপন সরকার অসহায় “মন্দা মন্ডল” এর ঘরের দুয়ারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন এন পি এস খুলনা জেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান, দাকোপ NPS সাধারণ সম্পাদক আগস্টিন বাছাড়, তরুন সমাজ সেবক প্রিয় সরকার। মুঠোফোনে আগস্টিন বাছাড়ের সাথে কথা হলে তিনি বলেন অসহায় ও দুস্তদের পাশে আমরা সব সময় আছি সকলে ঘরে থাকুন সুস্থ্য থাকুন।
কোডিনেটর মিজানুর রহমান বলেন গনমাধ্যম ও মানবাধিকার চেয়ারম্যান মাহবুবুল ইসলামের নির্দেশনায় অধিকার বঞ্চিত কর্মহীন দুস্থ মানুষের পাশে থেকে কাজ করতে ন্যাশনাল প্রেস সোসাইটি NPS দাকোপ কমিটির সকল সদস্যদের তালিকা করার আহবান করেছি সংগঠনের মাধ্যমে মানব কল্যানে, সেবার কাজ অব্যাহত রাখতে চাই।
এমনি ভাবেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এস্থাপনের মাধ্যমে এই দূরদিনে অতঙ্ক গ্রস্থ ও হতাশাগ্রস্থ ঘরবন্ধি সকল অসহায় ও নিম্নবিত্ত পরিবার তাকিয়ে আছে সরকারের পাশাপাশী সমাজের বিত্তবানদের মুখের দিকে, তাই আসুন আমরা সকলে সমাজের অবহেলিত কর্মহীন ঘরবন্ধি মানুষের পাশে দাড়িয়ে মানবতার কল্যানে কাজ করি