ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।
রোববার বিকেলে সদর ঘাট লঞ্চ টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাবেদ পাটোয়ারী তার সন্তুষ্টির কথা জানান।
আইজিপি বলেন, সদর ঘাটে মানুষের নিরাপত্তা সব সময়ই দেওয়া হয়ে থাকে। কিন্তু ঈদের সময় বাড়তি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হয়। এবারের ঈদে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে আমি আনন্দিত। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবারের ঈদে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আরো কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। নিরাপত্তাকর্মীরা তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছে। এ কারণে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি।