ঘরের ভিতরের বাথরুম এবং সামসাইট থেকে ধরা পড়ে বিষধর সাপ। দংশন করতে পারেনি। ধরা পড়েছে সর্পরাজ কবিরাজ ইব্রাহীম আলীর হাতে।
জানা গেছে- সিলেট নগরীর মিরাবাজর সুপ্রীম হোটেলের পাশে জয়রাম সাজিবাড়ি-৮৫নং বসত ঘরে ঢুকে পড়ে বিষধর কুবরা ও ২টি ভিমরাজ সাপ। এক সপ্তাহ ধরে পরিবারের লোকজন সাপের আতংকে দিন কাটিয়েছে। যে কোন নিরবতার এই সুযোগে বিষধর কুবরা সাপ ও ২টি ভিমরাজ সাপ পাকা ঘরের বাথরুমে ঢুকে পড়ে। বসত ঘরের লোকজন বাথরুমে গেলে এ সাপের সন্ধান পান। (৩১ মে) মঙ্গলবার আবারও সাপকে দেখতে পেয়ে দুপুর ২টায় সর্পরাজ ইব্রাহীম আলীকে খবর দেন।
সর্পরাজ ইব্রাহীম আলী ঘটনাস্থলে পৌঁছে সাপ ৩টিকে বাথরুম থেকে ধরে উদ্ধার করেন।