৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেইনী রিক্রুট কনস্টেবল পদে ৫৮জন ১০৩ টাকায় প্রাথমিক নিয়োগ পেয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে বোয়ালখালী থানা। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে বোয়ালখালী থানা কমপাউন্ডে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম। এ সময় ওসি বলেন, ‘ঘুষ দিয়ে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছতার মধ্য দিয়ে পুলিশ বিভাগে চাকুরি হয়েছে। তাই দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধান মন্ত্রী স্বপ্ন দেখেন না, তিনি স্বপ্ন দেখানও। তাঁর স্বপ্নের প্রতিফলন আজকের ঘুষ বিহীন পুলিশে চাকুরি। তাই নিয়োগপ্রাপ্তদের হাত ধরেই দুর্নীতিমুক্ত হবে এ দেশ।’ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুখী, উপ-পরিদর্শক তাজ উদ্দিন, এস আই মানিক, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক অধীর বড়ুয়া, কাজী আয়েশা ফারজান, সৈয়দ নজরুল ইসলাম, এস.এম.নাঈম উদ্দীন, ইয়াছিন চৌধুরী , হোসাইন মাহমুদ সহ অন্যান্য পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।