৭১ বাংলাদেশ প্রতিনিধিঃঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় দামপাড়া সিএমপির সদর দপ্তরে জরুরী নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিএমপি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমানের নির্দেশে এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়।
এছাড়া দূর্যোগকালীন জরুরী সেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সিএমপির সকল থানার অফিসার ইনচার্জসহ সকল স্তরের পুলিশ সদস্যদের সিএমপি কমিশনারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
নগরবাসীকে জরুরী প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত টেলিফোন ও মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে সিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগঃ০১৬ ৭৬ ১২ ৩৪ ৫৬ , ০১৬৭৯ ১২ ৩৪ ৫৬, ০৩১ ৬৩ ৯০ ২২, ০৩১ ৬৩ ০৩ ৫২
০১৬ ৭৬ ১২ ৩৪ ৫৬, ০১৬ ৭৯ ১২ ৩৪ ৫৬ , ০৩১ ৬৩ ৯০ ২২, ০৩১ ৬৩ ০৩ ৫২ ।