চট্টগ্রাম নগরীতে ইপিজেডের কলসি দীঘির পাড়ের ধুম পাড়া এলাকায় আগুনে পুড়ে মারা গেছেন আব্দুল করিম হাওলাদার নামের শতবর্ষী ১ বৃদ্ধ ব্যক্তি তিনি অন্ধ ছিলেন।
ওই আগুনে পুড়েছে ৬৪টি বিভিন্ন ধরনের দোকান ও ৮টি বসতঘর। তারমধ্যে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন আগুনে দগ্ধ আব্দুল করিম হাওলাদার।
বুধবার (১৮ মে) সকাল ১১টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বসতঘরের রান্নার চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজার কপিল উদ্দিন বলেন, রান্না ঘরের চুলার আগুন থেকেই মূলত আগুনের সূত্রপাত। ওই আগুনে অন্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং ঠিক মতো চলাফেরা করতে পারতেন না বলে জানতে পেরেছি। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন,আগুনে বিভিন্ন ধরনের ৬৪টি দোকান পুড়ে গেছে ও আনুমানিক ২৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আরো ৫০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি।
কিন্তু আমরা যাওয়ার আগে আগুনে পুড়ে ওই বৃদ্ধ লোকটি মারা গেছেন।
Discussion about this post