বিশেষ প্রতিনিধিঃএকাদশ সংসদ নির্বাচনের আগের রাতে চট্টগ্রামের পটিয়ায় হামলা চালিয়ে যুবলীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে। তার নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। তিনি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকার বাসিন্দা।
বিএনপি নেতাকর্মীদের হামলায় ওই যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।অন্যদিকে হামলা-মামলার অভিযোগ জানিয়ে আসা বিএনপির দাবি, তাদের চারজনকে হত্যা করেছে সরকার সমর্থকরা।
একাদশ সংসদ নির্বাচনে রোববার সারাদেশে ভোটগ্রহণ হবে। তার আগে শনিবার রাতে পটিয়ায় এই হত্যাকাণ্ড ঘটল।
পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, “গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগকর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে। ইটের আঘাতে তাকে হত্যা করা হয়।্
দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
তার ভাতিজা সাইফুর রহমান মামুন বলেন, “ রাতে আমাদের একটি বৈঠক ছিল। বৈঠক থেকে ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় পেছন দিক থেকে বিএনপিকর্মীরা আমাদের উপর হামলা চালায় ।