বিশেষ প্রতিনিধিঃপিকনিক বাসে অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল চারটার দিকে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত বাসচালক মো. রহিম (২৯) ও চালকের সহকারী মো. রফিক (২৮) নামে দুজনকে আটক করেছে র্যাব সদস্যরা।
জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে বাসটি।
আটক মো. রহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া এলাকার নবী হোসেনের ছেলে এবং মো. রফিক টেকনাফের কে কে পাড়ার মো. আফজালের ছেলে।
র্যাবের হাতে জব্দ হওয়া বাস ও ইয়াবার বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গাড়ির চালক রহিম এবং হেলপার এই ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছিল। পিকনিকে অংশ নেওয়া লোকজন এটা জানতো না। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা কক্সবাজারের উখিয়া থেকে বান্দরবান এবং পরবর্তীতে চট্টগ্রাম নিয়ে আসার পরিকল্পনা ছিলো। কিন্তু বান্দরবান যাওয়ার আগেই তারা র্যাবের হাতে ধরা পড়ে।
তিনি জানান, কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার ‘জামবাগান ইসলামিক ও সাংস্কৃতিক যুব ঐক্য পরিষদ’ ওই পিকনিকের আয়োজক।
এ ঘটনায় সাতকানিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ছবি ফাইল ফটো