চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশি পিস্তল সহ মো. মীর কাশেম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। এসময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় ফটিকছড়ির নানুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মীর কাশেম ফটিকছড়ি থানার পশ্চিম নানুপুরের বাসিন্দা ।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার নানুপুর এলাকায় অভিযান চালিয়ে মীর কাশেম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে ফটিকছড়িসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র বিক্রি করতো বলে জানান তিনি।