বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে ফের ৮ হাজার ৬৫০ টাকার জাল নোটসহ মো. আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সম্পর্কে তেমন কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছেন, আনোয়ার হোসেন তাদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। কখনো নিজেকে রোহিঙ্গা আবার কখনো নিজেকে ঢাকার বাসিন্দা দাবি করছেন। চট্টগ্রামের দক্ষিণ জেলার চৌমুহনী নামের এলাকার একটি মক্তবে বাচ্চাদের কোরআন শিক্ষা দিতেন বলে সে পুলিশকে জানিয়েছেন।
এর আগে ৭ জুলাই নগর গোয়েন্দা পুলিশ (বন্দর জোন) নগরীর ডবলমুরিংয়ের চৌমুহনী এলাকা থেকে ১ লাখ ৪৭ হাজার টাকার জালনোটসহ মো. শাহ আলম (৬৫) নামের একজনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ জোন) কামরুল ইসলাম বলেন, কোতোয়ালি থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ৮ হাজার ৬৫০ টাকার জাল নোটসহ মো. আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। তার ঠিকানা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সে আমাদেরকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতার মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন কামরুল ইসলাম।