চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার (১৯ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে মাথায় গুলিবিদ্ধ মো. লেদু মিয়াকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ঢোংরা গ্রামের নওশা মিয়ার ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ৩ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় লেদু মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় কামরুল ইসলামের ছেলে আবদুল আজিজ (৩৫) ও রওশনুজ্জামানের ছেলে মীর আহমদ (৫৫) আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।,,