চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে গেটম্যান ঘুমিয়ে থাকায় ট্রেন ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছে। এতে ট্রাক চালক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটের সময় উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম মুরসালিন। সে লক্ষীপুর জেলার আন্ধরমানিক গ্রামের মো. শামসুল আলমের পুত্র। আহত ট্রাক চালকের নাম শাহ্ আলম (৫৫)। সে একই জেলার রাজনগর গ্রামের মো. সুজা মিয়ার পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণ নিশিতা এক্সপ্রেসের সাথে বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করনো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার মুরসালিন কে মৃত ঘোষনা করেন। আহত ট্রাক চালক শাহ্ আলমমের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ গেইটম্যানের দায়িত্বে অবহেলাজনিত কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসি জানান ঘটনার সময় গেইটম্যান ঘুমিয়েছেন না হলে এধরণেন ঘটনা ঘটত না। গেইটম্যান আনোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন ট্রেন দ্রত গেটের কাছে আসে গেইট বন্ধ করার আগে ট্রাকটি রেললাইনে উঠে যায়।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশের এসআই খোরশেদ আলম জানান, মঙ্গলবার রাতে বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন ট্রাকের মুখামুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মুরসালিন নামের একজন নিহত হয়েছেন ও ট্রাক চালক শাহ্ আলম গুরুতর আহত হয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সূত্র জানায় এ ঘটনায় গেইটম্যানের দায়িত্বে অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হবে।
Discussion about this post