স্ট্র্যান্ড রোড়ে অবৈধ ট্রাকস্কেল উচ্ছেদ ও যানজটমুক্ত এলাকার দাবিতে মানববন্ধন নগরীর কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী বাংলাবাজার এলাকার স্ট্র্যান্ড রোড়ে অবৈধ ট্রাক স্কেল উচ্ছেদ, যানজট, ধূলাবালি ও দূষণমুক্ত এলাকা প্রতিষ্ঠা এবং কর্ণফুলী নদীর ঘাটগুলো পাকা করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মার্চ) সকালে বাংলাবাজার স্ট্র্যান্ড রোড়ে এলাকাবাসীর আয়োজনে কর্ণফুলী ক্লাবের সার্বিক সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্যে পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল কাদের বলেন, কর্ণফুলী এলাকার সাথে চট্টগ্রামের নাম জড়িত। অথচ এর তীরবর্তী এলাকার বাসিন্দারা অনেক সমস্যার মধ্যে বসবাস করছে।এই এলাকায় দীর্ঘদিনের সমস্যা যানজট। অবৈধ ট্রাক স্কেল এ সমস্যাকে আরো জটিল করে তুলেছে। তাছাড়া ধূলাবালি ও দূষণ এলাকাকে বিষিয়ে তুলেছে। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসনকল্পে রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ, ফুটপাত দখল করে যত্রতত্র মালামাল রাখা বন্ধ, অবৈধ ট্রাকস্কেল উচ্ছেদ, রাস্তার পার্শ্বস্থ নদীর ঘাটগুলো পাকা করা, বড়বড় ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা, ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্পীডব্রেকার স্থাপনের জোর দাবি জানাচ্ছি। মানববন্দনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৮, ২৯ ও ৩৬ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফেরদৌসী আকবর, মানবাধিকার সংস্থা আসক’এর সদস্য জামাল চৌধুরী, মোঃ হুমায়ুন কবির ও বাংলাবাজার এলাকার সর্বস্তরের জনসাধারণ।প্রেস বিজ্ঞপ্তি