বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীতে পাহাড়তলী সরাইপাড়া এলাকায় আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার বাইরে লক্ষীপুর ও ফেনী জেলায় আরও ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে বিআইটিআইডি। তার মধ্যে লক্ষীপুর জেলায় ১৭ জন ও ফেনী জেলায় ১ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি।
তিনি বলেন, বিআইটিআইডিতে ১১১ জনের নমুনা পরীক্ষার মধ্যে জনের ১৯ জনের পজেটিভ এসেছে।নতুন করে আক্রান্ত ১৯ জনের মধ্যে একজন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সারাইপাড়ার। সরাইপাড়ায় আক্রান্ত ওই বৃদ্ধের বয়স ৬৫ বছর। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। এছাড়া লক্ষীপুর জেলায় ১৭ জন ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ১ জন।
চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।
এর মধ্যে নগরীর দামপাড়া ৫ জন, সাগরিকা ৬ জন, সরইপাড়া ১ জন, হালিশহর ১ জন, ফিরিঙ্গাবাজার ১ জন, গোলপাহাড় ১ জন, পাহাড়তলী সিডিএ মার্কেট ১ জন, কাতালগঞ্জ ১ জন, উত্তর কাট্টলী ১ জন, বন্দর নিমতলা ১ জন, সাতকনিয়া উপজেলার ইছামতি আলীনগর ৮ জন, সীতাকুন্ড গোডাউন রোড ১ জন, পটিয়া উপজেলার পথের পাড়া ১ জন ও কাগজি পাড়া ১ জন, বোয়ালখালী উপজেলায় সায়রাতলী ১ জন এবং আনোয়ারা উপজেলার ওষখাইন ১ জন।