বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ২ জন। সোমবার ( ১২ মে) বিকেলে এ তথ্য জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা.আব্দুর রব।
তিনি জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ২ জন করোনা আক্রান্ত রোগী।সোমবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আগামী ১৪ দিন তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান বর্তমানে জেনারেল হাসপাতারে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন রোগী। তার মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত রোগী ৫৬ জন। আর সাসপেক্টেড রোগী চিকিৎসাধীন রয়েছে ১৪ জন।
এ পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী।
Discussion about this post