৭১ বাংলাদেশ ডেস্কঃ রাঙ্গুনিয়া ব্যবসায়ী বাচা মিয়া খুনের ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এই রায় ঘোষণা করেন।
১৪ বছর আগে ২০০৪সালের ২০ জুলাই ভিডিও ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। আদালতের সহকারী পিপি অজয় বোস রিংকু বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বাচ্চু মিয়া, রহিম উল্লাহ, ইসমাইল হোসেন, আরিফ হোসেন সবুজ, মনিরুল ইসলাম ও আবু তৈয়ব ।আদালত সুত্রে জানাগেছে, ঘটনার দিন গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় ভিডিও ক্যাসেটের দোকানি বাচা মিয়াকে ছুরিকাঘাতে খুন করা হয়। বিনা পয়সায় দোকান থেকে ভিডিও ক্যাসেট নেওয়ার জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।এ ঘটনায় নিহতের ভাই জমির হোসেন ওই বছরের ২৩ জুলাই একজনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ আসামি বাচ্চু মিয়াকে গ্রেফতার করলে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি অন্য আসামিদের নাম বলেন।পরে ছয় জনের বিরুদ্ধে পুলিশ ২০০৪ সালের ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ ১৪ বছর মামলা চলার পর ১৪ জনের সাক্ষ্য নেওয়া পর রায় ঘোষণা করা হয়।
Discussion about this post