৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রামে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়েছেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধা।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধা হলেন তাহেরা বেগম।
রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহকারী উপ-পরিদর্শক মো. শওকত হোসেন জানান, তাহেরা বেগম নামে এক বৃদ্ধা সকাল সাড়ে ১০টায় শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৯ নম্বর প্ল্যাটফরমে দোহাজারী থেকে আসা ট্রেনটিতে দৌড়ে উঠতে চেয়েছিলেন এ সময় ট্র্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহত তাহেরা বেগম বোয়ালখালীর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।
ফাইল ফটো