মোঃ ফয়সাল এলাহীঃপ্রতিবাদে সড়ক অবরোধ চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার কাজী নজরুল ইসলাম সড়কে ট্রাকের ধাক্কায় এডো(৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১২টা দিকে এ দূর্টনা ঘটে। নিহত এডো দীর্ঘ দিন ধরে ফিরিঙ্গী বাজারে বসবাস করে আসছেন বলে জানিয়েছেন স্থানিয়রা। স্থানিয়রা জানায়, শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে এডো সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ট্রাফিক সার্জেন্ট একটি ট্রাককে ধাওয়া করলে এডো ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ফিরিঙ্গি বাজার এলাকায় উত্তেজেনা বিরাজ করছে। ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। এসআই নুরুল বলেন, দুর্ঘটনার পর হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। তারা ফিরিঙ্গা বাজার সড়ক অবরোধ করে। এতে মেরিনার্স সড়ক হয়ে দক্ষিণ চট্টগ্রামমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বেলা পৌনে ২টার দিকে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি ।