কুতুব উদ্দিন রাজুঃসরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে, যার কারণে নারীদের বিভিন্ন পদে অধিষ্ঠিত করে সম্মানিত করেছে, তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে এখন থেকে শপথ নিতে হবে বিনাজুরীতে মহিলা সমাবেশে এবিএম ফজলে করিম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। বিনাজুরী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গত শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম রাউজান বিনাজুরী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, রাউজান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা। ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রাসু আক্তারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা , রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংঘপ্রিয় বড়ুয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবিনা ইয়াসমিন রুজি। ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সমীরণ বড়ুয়া প্রমুখ। ইউপি সদস্য পল্টন কান্তি দেব এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নূর আয়েশা, বসু মিত্র বড়ুয়া, রবীন্দ্র লাল চৌধুরী, কামরুল ইসলাম বাচ্চু, সরোয়ার আজাদ, মোঃসরোয়ার উদ্দিন, শ্যামল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, বাবু মহুরী,লিদল বড়ুয়া, জামাল উদ্দিন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, একে মঞ্জুর মোর্শেদ, আব্দুল মালেক, আব্দুল্লাহ আল মাসুদ, সাইফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম, রুপালি চৌধুরী, লীপি বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, রিপু আক্তার।