৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রাম নগরের হালিশহর বড়পোল এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও চকরেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআইয়ের মানদন্ড ভঙ্গ করায় একটি কারখানা সিলগালা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- বড়পোল নতুন পাড় এলাকার ওহী ইন্টারন্যাশনাল, মইন্যাপারার এ জে এন্টারপ্রাইজ ও সুন্দরীপাড়ার এ এম এস ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার (৩ মে) উত্তর হালিশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ।
তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পানি উৎপাদন, বিএসটিআইয়ের মানদন্ড ভঙ্গ করা ও পানিতে জীবানু নিয়ন্ত্রণের পর্যাপ্ত পেস্ট কন্ট্রোল সিস্টেম না থাকাসহ বিভিন্ন কারণে হালিশহরের তিনটি পানি উৎপাদন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ভঙ্গের দায়ে এ জে এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে ।
Discussion about this post