বিশেষ প্রতিবেদকঃলোহাগাড়া উপজেলার চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করে পাসপোর্ট করতে এসে ওবাইদুল হক (২৫) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাঁচলাইশস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়,চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান(বৃহস্পতিবার) দুপুরে একজন রোহিঙ্গা যুবক আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক হন।
তিনি লোহাগাড়া উপজেলার চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরি করে বাংলাদেশি পাসপোর্ট নিতে এসেছিলো। তার নাম ওবাইদুল হক, বয়স ২৫ বছর। তার বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।
কিভাবে শনাক্ত করা হয় জানতে চাইলে তিনি বলেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তার সাথে কথাবার্তা বলার মাধ্যমে তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন। পরে কার্যালয়ের নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।