৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে ৯৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। প্রথমদিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনাও ঘটেনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, প্রথমদিনে ৮১ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ সংখ্যক ৭৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তিনি জানান, প্রথমদিনের পরীক্ষায় কোথাও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি
Discussion about this post