বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামিম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে দক্ষিণ হালিশহরের সিমেন্ট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম নেত্রকোনা জেলার আশিক মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, ওই ব্যক্তি হালিশহর এলাকার লোকমান মিয়া নামে এক ব্যক্তির বাসায় কাজ করছিলো। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Discussion about this post