বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামে অননুমোদিত ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি সহ নানা অপরাধে নগরের দুইটি ফার্মেসিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও ঔষধ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ, অননুমোদিত ওষুধ, তাপ সংবেদনশীল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করায় দেওয়ান বাজারে ডি.টি রোডের তিনটি দোকানকে ৩৫ হাজার টাকা এবং বন্দরের কলসী দিঘির পাড় এলাকার হালিম মেডিকেল নামের একটি দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, অননুমোদিত ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নষ্ট ফ্রিজে বিভিন্ন ধরনের ভ্যাক্সিন ও বিভিন্ন ধরনের তাপ সংবেদনশীল ঔষধ সংরক্ষণ করার অপরাধে চার ফার্মেসিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
অভিযানে চট্টগ্রামের ড্রাগ সুপার কামরুল হাসান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।,