৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নগরীর পাহাড়তলী ডি,টি,রোড়ের (আবুল খায়ের গ্রুপ) অফিসের দক্ষিণ পাশে, চটগ্রাম মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে প্রদীপপ্রজ্বলন কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১২নং সরাইপাড়া ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীরের সভাপতিত্বে,ও যুবলীগ নেতা মোঃ সাইফুলের সঞ্চালনায় অনুষ্টানে- প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম যুব মহিলালীগের,যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জাহানারা ছাবের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশে নিরস্ত্র-নিরীহ বাঙালির উপর মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো,তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী “অপারশন সার্চলাইট” নামে বাঙালিদের কন্ঠ চিরতরে স্তব্দ করে দেওয়ার জন্য ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। নিরাপরাদ নারী,পুরুষ ও শিশুদের হত্যা করে। নারী ধষর্ণ,লুটপাট,বাড়ীঘরে অগ্নিসংযোগ করে এবং লক্ষাধিক ঘুমন্ত মানুষকে হত্যা করে এক কলঙ্কজনক জঘন্যতম গণহত্যার সুচনা করে। ২৫ মার্চে যারা শহীদ হয়েছেন-সকল শহীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্বরণ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিশেষ অতিথি বিশিষ্ট মুক্তিযোদ্ধা খলিল উল্ল্যা সদ্দার,থানা আওয়ামীলীগ নেতা সেকান্দর শেকু, বিশেষ অতিথি সেকান্দর ছাবের সওদাগর, ২৫ মার্চের শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন। আরো বক্তব্য রাখেন- যুবলীগ নেতা মোঃ আলি,মোঃ শফি,বাবার সালাম,ইন্জিনিয়র তাহের খান,ইন্জিনিয়র রুবেল,ফয়েজ খান,মোঃ আশ্রাফ,আসাদ মিয়া,সাইফ উদ্দিন মানিক,আলি আজম বাবলু,সোহেল মাহমুদ,শফিকুল ইলাম,জালাল হক বাচ্চু,যুব মহিলালীগ নেত্রী সুইটি,রুমা,জেসমিন,সুমা,ছাত্রলীগ নেতা রনি,ইমন,রিয়াদ প্রমূখ। আলোচনা শেষে অতিথি ও উপস্হিত সকলে একসাথে এক মিনিট প্রদিপপ্রজ্বলনের মাধ্যমে ২৫ মার্চে শহীদে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করে।
Discussion about this post