বিশেষ প্রতিনিধিঃ চট্রগ্রাম নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে সামাজিক কর্মকান্ডের হিংসার শিকার তরুন যুবক শহীদ হেলালের ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ হেলাল স্মৃতি সংসদের উদ্যোগে ১০ জানুয়ারী (রবিবার) স্মৃতি সংসদটির অডিটোরিয়ামে সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম শাহ, চট্টগ্রাম সরকারী সিটি কলেজের সাবেক জি.এস. মোঃ হেলাল উদ্দিন ও মহানগর যুবলীগ নেতা মোঃ দুলাল।
আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, মহানগর ছাত্রলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল মনসুর টিটু ও লিটন চৌধুরী রিংকু।
অনুষ্ঠানে বক্তারা এই শহীদ ছাত্রনেতার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্মৃতি চারণের মাধ্যমে তার আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান। আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহীদ হেলালের রূহের মাগফিরাত কামনায় এতিম শিশু ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শহীদ হেলালের ২২ তম মৃত্যু বার্ষিকীতে তার স্মৃতি স্বরণে আয়োজিত আলোচনা সভাটিতে আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম সেলিম, হাজী নাসির উদ্দিন, মোঃ দিদারুল আলম, মোঃ জাবেদ হোসেন, শাহিদুল ইসলাম খোকা, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম, সঞ্জিত বিশ্বাস, খুলশী থানা ছাত্রলীগ নেতা মোঃ দিদার হোসেন, শুভ ভৌমিক, সজিব দাশ, মাঈনুদ্দিন ইয়াছার রশীদি সামী, তাহমিদুল ইসলাম গৌরব, জয়, তপু, অপূর্বসহ আরো অনেকেই।