৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখা ও ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার যৌথ উদ্যোগে গতকাল ৮ নভেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর শাহ আমানত (রহ.) এর মাজার এলাকা, জেল রোড, লালদীঘির পাড়, টেরিবাজার, হাজারীলেইন, আন্দরকিল্লা ও মোমিন রোড এলাকায় করোনা মহামারী প্রতিরোধে ও সাধারণ জনগণকে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী মাস্ক বিতরণ করা হয়।
এসময় টেরিবাজার ও হাজারী লেইন সম্মুখে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট কলামিস্ট ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নোমান লিটন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক স.ম জিয়াউর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবমহিলা লীগ ৯নং পাহাড়তলী ওয়ার্ড শাখার সভাপতি সাজেদা বেগম সাজু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো: হাসান মুরাদ, উপ সাংস্কৃতিক সম্পাদক মো: হানিফুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক ছবির আহমেদ, শিক্ষক মাওলানা মাহাবুবুর রহমান, নারী নেত্রী নুর জাহান বেগম, শিল্পী শিউলী আক্তার, রতন ভট্টাচার্য, নাজমুল হুদা, শিল্পী মো: জামাল উদ্দীন প্রমুখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ২০০০ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরতে সাধারণ জনগণকে আহ্বান জানান।