বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের (চসিক) ভোটের ৯ দিন আগেই নির্বাচন কমিশনের সুপারিশে সিএমপির ৫ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ কোতোয়ালী-ডবলমুরিং ও চান্দগাঁও থানার ওসিও রয়েছে।
কোতোয়ালী থানার আলোচিত ওসি মোহাম্মদ মহসীনকে ডবলমুরিং থানায় ওসি পদে বদলি করে ডবলমুরিংয়ের ওসি সদীপ কুমার দাশকে সিএমপি কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে কোতোয়ালীর ওসি পদে বদলি করে চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়া থানায় পদায়ন করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানার ওসি পদে বদলি করে ডিবি উত্তর জোনের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া অন্য এক আদেশে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটি) আসিফ মহিউদ্দীনকে অতিরিক্ত হিসেবে নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা বিভাগকে (ডিবি) সহায়তা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
সিএমপির উপ কমিশনার (সদর) আমীর জাফর বলেন যেহেতু নির্বাচন চলছে সিটি এলাকায়। তাই তফসিল ঘোষণার পর এসব বদলির বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশ আমলে নিতে হয়। এক্ষেত্রেও তা করা হয়েছে।
অন্যদিকে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণ ও পরিবেশ ঠিক রাখতে আমরা সিএমপিকে যা যা করণীয় তা করতে চিঠি দিয়েছি। হয়তো সেকারণেই সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনের সুবিধার্থে সিএমপির পাঁচ থানার ওসি বদলি করা হয়েছে।