বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা চাঁনমারি রোডে সু-নিবিড় পরিবেশে গড়ে উঠেছে স্বপ্ননীড় আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট । দিদারুল আলম মাসুম বলেন এই এলাকায় এ রকম একটি আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট এর প্রয়োজনীয়তা ছিল খুব বেশি। জনগণ, ভোক্তা এবং গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা তথা স্বপ্ন আজ সত্যি পূরণ হয়েছে। মান-সম্মত গ্রাহক সেবা প্রদান করে সফলতার শীর্ষে আরোহন করবে স্বপ্ননীড়। ১৪ মার্চ দুপুর ২ ঘটিকায় স্বপ্ননীড় আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অথিতি ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম উপরোক্ত কথাগুলো বলেন। ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিদ্দিক আহম্মদ এর সভাপতিত্বে স্বপ্ননীড়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আমির-বিন আব্দুলাহ, এনামুল হক বকুল, যুবলীগ নেতা মঈনউদ্দীন হানিফ, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, এস. কে মামুন আবছার চৌধুরী ও ইয়াছিন খান। স্বপ্ননীড় পরিচালনায় স্থানীয় প্রশাসন, সকল গ্রাহক, ভোক্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন স্বপ্ননীড়ের পরিচালক আলহাজ্ব আবু মনছুর, পরিচালক আশরাফ উদ্দীন শিবলু, পরিচালক শফিউল আলম। এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক বাবলু বডুয়া, সাংবাদিক ইফতেখারুল করিম চৌধুরী সাংবাদিক এসডি জীবন প্রমুখ।